জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি মূলক ভিডিও টিকটকের মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় ১ জন গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন সন্তোষপুর ইউনিয়নের গোপালপুর ঝান্ডারের মোড় এলাকার আলম মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। জাতীয় সংগীত ব্যাঙ্গ করে এবং প্রধান উপদেষ্টাকে নিয়ে কটুক্তি করে তৈরি টিকটক ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলমকে গ্রেফতার করে পুলিশ।
অভিযোগে বলা হয় ৩/৪ দিন আগে আলম মিয়া তার আইডিতে বাংলাদেশের জাতীয় সংগীতকে ব্যাঙ্গ করে ও প্রধান উপদেষ্টা ও দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উস্কানি ও কটুক্তি মূলক ভিডিও ছড়িয়ে দেয়। এতে জনমনে অসন্তোষ দেখা দেয়। ঘটনার পর থেকে নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে আলম মিয়াকে সোমবার দিবাগত রাতে গোপন আস্তান থেকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার ও ডিআইও-১ মোঃ আলমগীর হোসেন বলেন দেশের বর্তমান পরিস্থিতি ও প্রধান উপদেষ্টা সম্পর্কে কটুক্তি ও উস্কানিমূলক ভিডিও ছড়িয়ে দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে আসছিলো গ্রেফতারকৃত ফ্যাসিস্ট আলম মিয়া। তাকে মঙ্গলবার কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের আদেশ দেন।