৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

কুড়িগ্রামে ডেভিল হান্টের অভিযানে আওয়ামীলীগের ৪ জন গ্রেফতার

আমাদের প্রতিদিন
1 month ago
121


কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টে আজ বৃহস্পতিবার ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকাল থেকে বৃস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্হান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন কুড়িগ্রাম পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান।

তিনি আরো জানান, সারাদেশে অস্থিতিশীলতা সৃষ্টিকারী, পরিকল্পনাকারী ও সহযোগীদের গ্রেফতার পাশাপাশি অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধারের লক্ষে দেশব্যাপী চলমান অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা পুলিশের  বিশেষ অভিযান পরিচালনা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-চিলমারী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও চিলমারী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য  সাজেদুল ইসলাম মোল্লা (২৮), নাগেশ্বরী পৌরসভা ১ নং ওয়ার্ড যুবলীগের সহ সভাপতি সোহরাব আলী (৫২), উলিপুর সাহেবের আলগা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম (৪৪) ও রৌমারী ৫ নং যাদুরচর ইউনিয়ন আওয়ামীলীগের সক্রিয় সদস্য রমজান আলী (৪৫) সহ মোট ০৪ জন ফ্যাসিস্টকে বিভিন্ন মামলা মূলে গ্রেফতার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ।

কুড়িগ্রাম জেলা পুলিশের ভারপ্রাপ্ত  মিডিয়া অফিসার ও ক্রাইম ইন্সপেক্টর মাসুদ রানা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে বলেন,  এই অভিযান পরিচালনায় সহায়তা করছে বাংলাদেশ সেনাবাহিনী

বৃস্পতিবার গ্রেফতারকৃতদের পুলিশ কুড়িগ্রাম চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক সকলকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth