গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয়ে নবীন বরণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দিনব্যাপী গঙ্গাচড়া আদর্শ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা।(ভারপ্রাপ্ত)প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ. এস. এম. আরিফ মাহফুজ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ আমজাদ হোসেন চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সাজু আহম্মেদ লাল, মোফাজ্জল হোসেন, আশরাফুল ইসলাম, শরিফ উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক নির্মল চন্দ্র সরকার ও আব্দুল মোত্তালিব মিঠু। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।