৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

কাউনিয়ার হারাগাছে ধর্ষণ, নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2 weeks ago
63


কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকা সহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, ও নারী নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন করেছে শিক্ষার্থী ও জনতা।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সাধারন শিক্ষার্থী ও জনতার ব্যানারে হারাগাছ পৌর এলাকার সারাই আমবাগান মোড়ে  হারাগাছ-রংপুর সড়কের পাশে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষার্থী নুপুর, মুমু, রুদ্র, স্থানীয় জনতা আশেফুর দৌল্লা, ফরহাদরেজা, মনিপুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সম্প্রতি দেশে নারী ও শিশু নির্যাতন-নিপীড়ন ধর্ষণের ঘটনা বেড়ে গেছে। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন  নীরব ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে । ফলে শিশু বাচ্চা সহ নারীরা আজ শিক্ষা প্রতিষ্ঠান সহ  হাট-বাজার অলিতে গলিতে অন্ধকারে ধর্ষণ ও শ্লীতাহানির  শিকার হচ্ছে।  ধর্ষণের বিচার অতি দ্রুত কার্যকর করে অভিযুক্তর সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় কার্যকর করবে। পাশাপশি এমন ন্যক্কারজনক অপরাধ যারা ঘটায় তারা কোন দলের হতে পারে না। তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth