৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

লালমনিরহাটে পরীক্ষা দিতে যাওয়ার সময় চাচা- ভাতিজির মৃত্যু

আমাদের প্রতিদিন
3 weeks ago
58


লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলার স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকা গামী যাত্রী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীসহ চাচা ও ভাতিজি দুই জন নিহত হয়েছে।  শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাভিলা পরিবহনের সাথে শুক্রবার সকাল ১০ টায় মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাইকেল আরোহীর। এ সময় মোটরসাইকেল চালক রমজান আলী নিহত হন। এবং পিছনে বসা তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশিকে। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য আসছিল। পরে আদিতমারী থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

এ বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাবিলা পরিবহন বাসটির চালক পালিয়ে গেলে বাসটিকে থানায় নিয়ে আসা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth