নাগেশ্বরীতে জাতীয় ভোটার দিবস পালিত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রোববার বেলা ১১টায় একটি র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে মিলিত হয়। পরে উপজেলা প্রশাসন অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদাৎ হোসেন, নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল হোসেন, সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, জনস্বাস্থ্য প্রকৌশল এর উপ-সহকারী কর্মকর্তা ফিরোজ কবির, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুল মান্নান, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলাম প্রমুখ।