৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

হিলিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত

আমাদের প্রতিদিন
2 weeks ago
70


হিলি প্রতিনিধি:

“তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে” এমন প্রতিপাদ্যে দিনাজপুরের হিলিতে বর্নাঢ্য র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্নাঢ্য র‌্যালি বাহির হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে দিবসটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে সঠিক ও নির্ভুল তথ্য দিয়ে ভোটার নাগরিক অধিকার প্রয়োগের মাধ্যমে সঠিক নেতৃত্ব নির্বাচনের কথা জানান বক্তারা।

পরে স্থানীয় নির্বাচন অফিসে দিনব্যাপী ভোটার সেবা কার্যক্রম চালু করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচনী কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান,উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমানসহ অনেকে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth