৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

ফুলবাড়ী সীমান্তে বিজিবি-বিএসএফ উচ্চ পর্যায়ে পতাকা বৈঠক

আমাদের প্রতিদিন
2 weeks ago
87


আঞ্চলিক প্রতিনিধি: 

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে  বাংলাদেশ ভারতের শান্তি-শৃংখলা ও সম্প্রতি রক্ষার লক্ষে বিজিবি- বিএসএফের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪.১০ মিনিটে উপজেলার কুরুষা ফেরুষা সীমান্তের ৯৩৬ নম্বর মেইন পিলারের পাশে ভারতীয়  বসকোঠাল এলাকায় নোম্যান্সল্যান্ডে পতাকা বৈঠকটি শুরু  হয়। বৈঠকটি চলে প্রায় দেড় ঘন্টা ব্যাপী।

বিজিবি সুত্র জানায়, পতাকা বৈঠকে বিজিবির ৭ সদস্যের প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম। অন্যদিকে ভারতের পক্ষে বিএসএফের ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ০৩ বিএসএফ ব্যাটলিয়নের অধিনায়ক রাজ কুমার। প্রায় দেড় ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এ বৈঠক শেষে বিএসএফ বিজিবির অধিনায়ককে কাঁটাতারের বেড়া পরিদর্শন করান।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাকিল আলম জানান, দুই দেশের শান্তি শৃঙ্খলা ও সম্প্রতি রক্ষার্থে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth