২৪ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবাসহ যুবক আটক

আমাদের প্রতিদিন
8 months ago
292


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারি পরিচালক (ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট) শামছুল হক। আটক ব্যক্তি হলেন, উপজেলার রৌমারী সদর ইউনিয়নের পূর্ব ইছাকুড়ি গ্রামের ইউনুছ আলীর ছেলে ছেলে রঞ্জু মিয়া (৩৪)।

শামছুল আলম বলেন, সীমান্তের আন্তর্জাতিক সীমানা মেইন পিলার ১০৬৪-২এস হতে ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গতকাল ২ মার্চ বিকেল ৩ টায় নওদাপাড়া এলাকা থেকে রঞ্জু মিয়া নামের এক মাদককারবারিকে আটক করে বাংলাবাজার বিওপির টহলরত সদস্যরা। এসময় ভারতীয় ২৪ পিস ইয়াবা ট্যাবলেট, ১ টি মোবাইল, ২টি সীম কার্ড, ১ টি মেমোরি কার্ড এবং নগদ ৪৭০ টাকা জব্দ করা হয়।তিনি আরও বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি বাদি হয়ে রৌমারী থানায় মামলার মাধ্যমে তাকে সোপর্দ করা হয়েছে।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নন্দলাল চৌধুরী বলেন, বিজিবি বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে এক যুবককে থানায় সোপর্দ করেন। পরে আসামিকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth