বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংড়া শালবনে অগ্নিকান্ড

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে জাতীয় উদ্যান সিংড়া শালবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাগানের একটি অংশের শালগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। সংবাদ পেয়ে প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা।
সোমবার দুপুরে উপজেলার ভোগনগর ইউনিয়নের সিংড়া শালবনের প্রবেশদ্ধারের সামনে বাগানের একটি অংশে এই অগ্নিাকন্ডের ঘটনা ঘটে।
সিংড়া শালবন বিট কর্মকর্তা গয়া প্রসাদ পাল জানান, দুপুরে হঠাৎ করে প্রবেশদ্ধারের সামনে বাগানের একটি অংশের বেত বাগানে আগুন দেখতে পায় স্থানীয় লোকজন। বিষয়টি তৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ৩ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এটি নাশকতা কিনা জানতে চাইলে বীরগঞ্জ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার মোঃ মসলেম উদ্দীন জানান, এই মুহুর্তে এটিকে নাশকতা বলা যাবে না। বাগানে ঘুরতে আসা কোন দর্শনার্থীর সিগারেট হতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অগ্নিকান্ডে বাগানের আনুমানিক ৮-১০টি মৃত শালগাছ এবং বেতগাছসহ বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ পুড়ে গেছে। ঋতু পবির্তনের ফলে বাগানে পাতা ঝড়ে যাওয়ায় এবং ফাল্গুন মাসের বাতাসের কারণে আগুন তীব্র আকার ধারন করে দ্রুত ছড়িয়ে পড়ে বলে তিনি আরও জানান।