রংপুরে মুসলিম উম্মাহ’র ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান

মহানগর প্রতিবেদক:
গত ২৪ ফেব্রুয়ারী রংপুর জেলার পীরগাছা উপজেলার ২ নং পারুল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ছিদাম হাটের সাধারন এলাকাবাসীর উপর হেজবুত তাওহীদ সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের কঠোর শাস্তির দাবীতে রংপুরে মুসলিম উম্মাহ্’র আয়োজনে ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান করেছে। বুধবার (৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিসি অফিস ঘেড়াও কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় বক্তারা সাধারন এলাকাবাসীর উপর হেজবুত তাওহীদ সংগঠনের সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে ৬ দফা দাবী উত্থাপন করেন। দাবীগুলোন হেজবুত তাওহীদ সন্ত্রাসী সংগঠন কর্তৃক সাধারণ এলাকাবাসির উপর করা সন্ত্রাসী হামলার বিচার চাই। হেজবুত তাওহীদ সন্ত্রাসী সংগঠন কর্তৃক সাধারণ এলাকাবাসির উপর করা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি করছি। অবিলম্বে সন্ত্রাসী সংগঠনের আসামিদের গ্রেফতারের দাবি করছি। কালো তালিকাভূক্ত এই সন্ত্রাসী সংগঠনের নিষিদ্ধের দাবি করছি। ন্যায়বিচারের জন্য সরেজমিনে তদন্তের আহ্বান করছি। ওসি কর্তৃক পূর্ব নির্ধারিত এজাহার কপির সংশোধনের দাবি করছি।
এ সময় মুসলিম উম্মাহ্’র পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হাফেজ মাওলানা আমজাদ হোসেন, মেডিকেল মোড় জামে মসজিদের খতিব মুফতি আব্দুল মোত্তালেব, মুফতি সালেহ উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, খেলাফতে মজলিস রংপুর মহানগর শাখার সভাপতি আতিকুল ইসলাম, ইসমাইল হোসেন, গোলাম মোস্তফা প্রমূখ।
ডিসি অফিস ঘেড়াও কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
ডিসি অফিস ঘেড়াও ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে রংপুরের সকল মুসলিম সমাজ উপস্থিত ছিলেন।