রংপুরে দেড়কেজি গাঁজাসহ মহিলা মাদককারবারি আটক

নিজস্ব প্রতিবেদক:
রংপুরে দেড়কেজি গাঁজাসহ লাভলী বেগম (৩৫) নামের এক মহিলা মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক লাভলী নাটোর জেলার বাগাতিপাড়ার ৯ নং পাকা ইউনিয়নের গাওপাড়া এলাকার সামসুল হকের মেয়ে।
মঙ্গলবার(৪ মার্চ) রাতে রংপুর নগরীর দর্শনা ব্রাক অফিসের বিপরীত পাশে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করে তাজহাট থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক।
তিনি জানান, মাদককারবারি লাভলী বেগম ব্যবসায়িক উদ্দেশ্য গাঁজার বড় চালানটি অভিনব কায়দা নিয়ে যাচ্ছিলো। সোর্স মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়ে তাকে আটকানো হয় এবং তার শরীর তল্লাশি চালিয়ে দেড়কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়।
মেট্রোপলিটন তাজহাট থানার এসআই মাহমুদুল হক বলেন, আটক ওই নারী পেশাদার মাদককারবারি। তার বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান। পুলিশ প্রশাসন সরকারের নির্দেশ্যে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।