৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি বৃত্তি পরীক্ষার ফলাফল গেজেট প্রকাশ

আমাদের প্রতিদিন
2 weeks ago
87


নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ কিন্ডার গার্টেন সোসাইটি পরিচালিত বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল উপস্থাপন ও অনুমোদনের নিমিত্তে সোসাইটির সিনিয়র সহ-সভাপতি, শাহ মো. মাহবুবুর রহমান-এর সভাপতিত্বে পরীক্ষা কমিটির সভা ৩ মার্চ ২০২৫ বিকাল ৩ টায় এনবি টাওয়ার এ অনুষ্ঠিত হয়। উক্ত বৃত্তি পরীক্ষায় দেশের ৬টি বিভাগের ৯৮৬টি প্রতিষ্ঠানের প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ৩৮৬৯২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩৭১৮ জন। সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৬৭৫৭ জন। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে সারাদেশে একযোগে বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর বিভাগীয় সভাপতি ড. মো. খায়রুল আনাম। বিকেএস মহাসচিব ও বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আলীর নিকট ফলাফল হস্তান্তর করেন বিকেএস যুগ্ম সচিব ও বাংলাদেশ কিন্ডার গার্টেন শিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক ও শিক্ষা সচিব মো. জাহাঙ্গীর আলম। বৃত্তি পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ অনুষ্ঠানে  পস্থিত ছিলেন বিকেএস মো. খায়রুল আলম, যুগ্মমহাসচিব আব্দুল আখের রাশেদী, সাংগঠনিক সচিব মো. হুমায়ুন কবির রিপন, শেখ মো. আজহারুল ইসলাম, দপ্তর সচিব মো. লুৎফুল্লাহ, রংপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. মহির আলী। নিজ নিজ কেন্দ্র হতে ফলাফল গ্রহণ করতে প্রতিষ্ঠান প্রধানগণকে অনুরোধ করা হয়।     

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth