৪ চৈত্র, ১৪৩১ - ১৮ মার্চ, ২০২৫ - 18 March, 2025

বিরলে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

আমাদের প্রতিদিন
1 week ago
32


আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শনিবার সকালে বিরলে ব্যাপক কর্মসূচি উদযাপন করা হয়েছে। "অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন" এ প্রতিপাদ্য বিষয়ে কর্মসূচির মধ্যে র‌্যালি, আলোচনা সভা ও প্রচারাভিযান অনুষ্ঠিত হয়।বিরল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ওয়ার্ল্ড ভিশন, সিডিএ, পল্লী শ্রী, সোসাইটি ফর উদ্যোগ এর সহযোগিতায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোস্তফা হাসান ইমাম, বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর, কমিউনিটি ডেভেলপমেন্ট এসোশিয়েশন (সিডিএ) আঞ্চলিক ব্যবস্থাপক কামরুজ্জামান, বিরল এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ব্যবস্থাপক নিতা ফ্লোরা, পল্লী শ্রী এর প্রকল্প ব্যবস্থাপক কাজী মাসুদুর রহমান, মানব কল্যান পরিষদের প্রকল্প সমন্বয়কারী ইয়াসিন আলী, ব্র্যাকের ইকবাল হোসেন প্রমুখও। এছাড়াও পরে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহে মাইকযোগে দিবসটির তাৎপর্য তুলে ধরে প্রচার করা হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth