মমিনপুর ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি তোলা শুরু

আঃ রহিম, পাগলাপীর রংপুর:
রংপুর সদর উপজেলার, ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের নতুন ভোটারদের ছবি তোলা চলছে। গতকাল সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে মমিনপুর ইউনিয়ন পরিষদের মাঠে নতুন ভোটারদের ছবি তোলা কাজ । মমিনপুর ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা শেষ হবে আগামী ১২/৩/২৫ তারিখে । ১নং মমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মিনহাজুল ইসলাম বলেন আমার ইউনিয়নে নতুন ভোটারদের ছবি তোলা ১০/৩/২৫ তারিখ রোজ সোমবার থেকে শুরু হয়েছে চলবে আগামী ১২/৩/২৫ তারিখ পযর্ন্ত পরিষদের মাঠে। চেয়ারম্যান সকল নতুন ভোটারদের ছবি তোলার জন্য আহবান জানান।