বিরামপুরে দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
বিরামপুর উপজেলা প্রশাসন ও দুর্য়োগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সোমবার ১০ মার্চ বিরামপুরে ভ’মিকম্প, বজ্রপাত ও অগ্নিকাণ্ড বিষয়ক জনসচেতনতা মূলক মহড়া, র্যালি এবং আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা পরিষদ চত্বরে সোমবার (১০ মার্চ) সচেতনতামূলক মূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনিম আওন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রোজনুজ্জামান, কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মণ্ডল, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আব্দুল আজিজ, মৎস্য কর্মকর্তা সালমা আকতার সুমি, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক চৌধুরী, একাডেমিক সুপার ভাইজার আব্দুস সালাম, বিরামপুর প্রেসক্লাবের আহবায়ক শাহ আলম মণ্ডল প্রমূখ।