৮ চৈত্র, ১৪৩১ - ২৩ মার্চ, ২০২৫ - 23 March, 2025

পলাশবাড়ীতে প্রতিপক্ষকে মারধরসহ গাছ উপড়ে ফেলার অভিযোগ

আমাদের প্রতিদিন
1 week ago
44


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫ নং মহদীপুর ইউনিয়নে জমি-জমাকে কেন্দ্র করে প্রতিপক্ষকে মারধর ও গাছপালা উপড়ে ফেলার অভিযোগ উঠেছে।

সরেজমিনে গিয়ে জানা যায়, আব্দুর রশীদ ও আব্দুল মালেক সহোদর দুই ভাই তাদের সাথে দীর্ঘদিন ধরে মামলা ও হামলার ঘটনা চলে আসছিলো। প্রায় ২০ বছর আগে বাসনার স্বামী মৃত আব্দুল মালেক আব্দুর রশীদকে বিবাদী করে ৭২ শতক জমিকে কেন্দ্র করে একটি মামলা দায়ের করেন।

গত কয়েক বছর আগে সেই মামলার একটি রায় আসে আব্দুর রশীদের পক্ষে। মামলার রায় মৃত আব্দুর রশীদের পক্ষে আসার পরেও তার সন্তান গোলাম আজম উল্লেখিত নিজনামীয় জমির ভোগদখলে বাধার সম্মুখীন হচ্ছেন।

গত শুক্রবার( ৭ মার্চ, ২৫) মৃত আব্দুর রশীদের স্ত্রী ও গোলাম আজমের মা দুপুরে জমিতে গেলে আব্দুল মালেকের স্ত্রী বাসনা ও আব্দুর রহমানের স্ত্রী কোহিনুর বেগম তাকে বেধড়ক মারধর করে জখম করেন এবং গাছপালা উপড়ে ফেলেন।

এই ব্যাপারে প্রতিবেশী হামিদুল ইসলামের সাথে কথা হলে তিনি এই প্রতিবেদককে জানান, এই জমিকে কেন্দ্র করে অনেক দিন হলো মামলা চলে আসছে। আমরা যতটুকু জানি এই জমির মামলার রায় আব্দুর রশিদ পেয়েছেন। তারপরেও তার স্ত্রী সন্তানকে জমিকে যেতে দেয়া হচ্ছে না। গেলে তাদেরকে মারধর করা হয়। আমরা এই জুলুমের অবসান চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন এলাকাবাসী জানান, বিগত আওয়ামীলীগ সরকারের প্রভাব খাটিয়ে বাসনা ও কোহিনুর বেগম আব্দুর রশিদের পরিবারের উপর জুলুম চালিয়ে আসছে।

এই বিষয়ে আব্দুর রশিদের পুত্র গোলাম আজমের সাথে কথা হলে তিনি সাংবাদিকদের জানান, মৃতঃ আব্দুল মালেক আদালতে যে মামলাটি দায়ের করেছিলেন সেই মামলায় তিনি হেরে যান। মামলার রায় আমাদের পক্ষে আসে। এই ব্যাপারে একটি আপোষনামাও রয়েছে। তবুও তার স্ত্রী বাসনা এবং সহযোগী কোহিনুর বেগম নিজেদের বলে দাবী করছেন। আমরা এই অন্যায় অবিচারের অবসান চাই।" এ ব্যাপারে ভুক্তভোগী পরিবারটি পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়েরের প্রস্তুুতি নিচ্ছেন বলেও জানান।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth