হরিদেবপুর ইউনিয়নে বিনামূল্যে ভিজিএফ চাল বিতরণ

আব্দুর রহিম, পাগলাপীর রংপুর:
২০২৪ ও ২৫ অর্থবছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদে ৩৪৩০ টি দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য চাল বিতরণ করা হয় ৷ গতকাল ২ নং হরিদেবপুর ইউনিয়নের অসহায় ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে বিনামূল্যে সরকারিভাবে ১০ কেজি পরিমাণ ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। ২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ চান মিয়া এর নেতৃত্বে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে এসব চাল বিতরণ করা হয়।২ নং হরিদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ চান মিয়া বলেন, আমার ৯টি ওয়ার্ডে দুস্থ অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করা হয়৷এ সময় উপস্থিত ছিলেন হরিদেবপুর ইউনিয়ন পরিষদের সচিব ও ইউপি সদস্য সহ গ্রামপুলিশ৷ চাল পেয়ে খুশি অনেক পরিবার৷