আগুনে গো-খাদ্যসহ রান্না ঘর পুড়ে ছাই

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারীতে রান্না ঘরের আগুনে পুড়ে ছাই হয়েছে গো-খাদ্যসহ দুটি রান্না ঘর। শনিবার (১৫ মার্চ) বেলা আড়াইটায় উপজেলার বন্দবের ইউনিয়নের পুড়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।
রান্না ঘরের আগুন থেকেই পুড়ে যায় আবু শামা মিয়ার বাড়ি। এ ঘটনায় অন্তত তিন লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ পরিবার।
রৌমারী কর্তিমারী ফায়ার সার্ভিস ইউনিটের ইনচার্জ শাহাজাদা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। এতে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্থ আবু শামা মিয়া জানান, সকালে বাড়ি থেকে ক্ষেতের (জমি) কাজে যাই, পরে দুপুরের দিকে শুনতে পারি বাড়িতে আগুন লেগেছে। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়। তার আগেই বাড়ির রান্না ঘরসহ গো-খাদ্য পুড়ে ছাই হয়ে যায়।