১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

ধর্ষকদের ফাঁসি চেয়ে রংপুরে মহিলা দলের মানববন্ধন

আমাদের প্রতিদিন
1 month ago
128


নিজস্ব প্রতিবেদক:

মাগুরায় ৩য় শ্রেনীর ছাত্রী আছিয়ার ধর্ষকের ফাঁসির দাবিতে রংপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। মানববন্ধন থেকে মাগুরার আছিয়া ধর্ষণকারী ও সারাদেশে নারী নিপীড়ন ও হয়রানিকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবী জানানো হয়।

মঙ্গলবার বেলা ১২টার দিকে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে রংপুর জেলা ও মহানগর মহিলা দলের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। এসময় ‘তুমি কে আমি কে’ আছিয়া আছিয়া; ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাই নাই’ স্লোগান দেন তারা।এসময় বক্তব্য দেন- মহনগর মহিলা দলের সভাপতি রেজেকা সুলতানা ফেন্সি, সাধারণ সম্পাদক আরজানা বেগম, জেলার সভাপতি মর্জিনা জাহান স্বর্ণা, সাধারণ সম্পাদক রত্না বেগম প্রমুখ।

বক্তারা বলেন, মাগুরার শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত করতে হবে। যারা ধর্ষণ করবে তাদের একমাত্র সাজা ফাঁসি দিতে হবে। ধর্ষককে জনসম্মুখে ফাঁসি দিতে হবে। তাহলে আর কেউ ধর্ষণ করার সাহস পাবে না। বক্তারা আরও বলেন, দেশে ধর্ষণ ও নারী শ্লীলতাহানীর ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে যা সভ্য সমাজের জন্য লজ্জার। নারী সমাজ একটি জাতির প্রাণ ও সৌন্দর্যের প্রতীক। অথচ তাদের নিরাপত্তা আজ বিঘ্নিত। অপরাধীরা শাস্তি না পাওয়ার কারনে এ ধরনের ঘটনা বাড়ছে। ধর্ষকদের আইনের ফাঁকফোকর গলে মুক্তি পাওয়ার সুযোগ বন্ধ করতে হবে। মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth