ফুলছড়িতে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাীতে বিএনপির বিক্ষোভ

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের অনিয়ম, দুর্নীতি ও ভিজিএফ-এর চাউল আত্মসাতের অভিযোগ এনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি। তারা অভিযোগ করেন, চেয়ারম্যান আল-আমিন মিথ্যা অভিযোগ তুলে ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের ওপর দোষ চাপানোর চেষ্টা করছেন।
শনিবার (২২ মার্চ) বিকেলে ফুলছড়ি উপজেলা সদরের কালির বাজার এলাকায় উদাখালী ইউনিয়ন বিএনপির উদ্যোগে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয়। উদাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, ফজলুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিলন সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান আল-আমিন আহম্মেদের স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি চরম পর্যায়ে পৌঁছেছে। বিশেষ করে সম্প্রতি ভিজিএফ-এর চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। বক্তারা দ্রুত এই চেয়ারম্যানের অপসারণের দাবি জানান।