৪ বৈশাখ, ১৪৩২ - ১৮ এপ্রিল, ২০২৫ - 18 April, 2025

রংপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিককে বৈষম্য বিরোধী ছাত্রে আন্দোলনে হত্যা চেস্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন

নিজস্ব প্রতিবেদক:
3 weeks ago
151


রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হত্যা চেস্টা মামলা থেকে আওয়ামীলীগ নেত্রীর নাম সরাতে পুলিশের নামে ১০ লাখ টাকা চাঁদাদাবির মামলায় গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক অমিত বণিকককে আরেকটি হত্যাচেস্টা মামলায় শ্যোন এরেস্ট দেখানোর বিষয়ে শুনাণীর তারিখ নির্ধারণ করেছে আদালত। মঙ্গলবার (২৫ মার্চ) রংপুর অতিরিক্ত চীফ মেট্রোপলিটন আদালত-১ এর বিচারক সোয়েবুর রহমান এই আদেশ দেন।

রংপুর মেট্রোপলিটন আমলী আদালতের ইন্সপেক্টর  জানান, মামলার তদন্ত কর্মকর্তা মাহফুজার রহমান কড়া পুলিশী নিরাপত্বায় তাকে আদালতে তোলেন। তিনি  অমিত বণিককে রংপুরে বৈষর্ম বিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে আহত রিকশা চালক সাঈদ হত্যা চেস্টা মামলায় শ্যোন এরেস্ট দেখানোর আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানী শেষে অমিত বণিকের জামিন না মঞ্জুর করে আগামী  ২৭ মার্চ শ্যোন এরেস্ট শুনানীর দিন ধার্য্যের আদেশ দেন।

বৃহস্পতিবার ( ২০ মার্চ) একই আদালতের বিচারক আবেদনের প্রেক্ষিতে  ২৫ মার্চ  জামিন শুনানীর জন্য দিন ধার্য করেছিলেন। এই মামলাটির  প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করা হয়েছে ৯ এপ্রিল। বুধবার ( ১৯ মার্চ) ২ দিনের রিমান্ড শেষে তার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিল একই আদালত। এর আগে একই আদালত ১৭ মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হামলার পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়াসহ, পুলিশ প্রশাসনের নামে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 এর আগে ১৩ মার্চঅমিত বণিককে গ্রেফতার করে মহানগর ‍পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেস্টা মামলার ১৭৯ নম্বর আসামী সংরক্ষিত মহিলা এমপি পদে আওয়ামীলীগের মনোনয়ন উত্তোলনকারী সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ঘনিস্ট হিসেবে পরিচিত লিপি  খান ভরসাকে মামলা থেকে নাম বাদ দেয়া এবং সুরক্ষার জন্য পুলিশের তৎকালীন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সারের নামে ১০ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন পলাশ হাসান নামের এক ব্যক্তি। এসময় বাদি পলাশ হাসানকে থানায় গিয়ে পুলিশ কর্মকর্তা শিবলী কায়সার কর্তৃক মারধোর ও পুলিশের রাইফেল কেড়ে নিয়ে গুলি করতে যাওয়ার অভিযোগে পুলিশ বাদি হয়ে একটি সাধারণ ডায়েরী করে। এরপর পুলিশের সদর দপ্তর থেকে শনিবার (১৫ মার্চ) এক আদেশে উপ-পুলিশ কমিশনার শিবলীকে রংপুর মহানগর থেকে প্রত্যাহার করে সদর দপ্তরে নেয়া হয়। অন্যদিকে  রোববার ( ১৬ মার্চ) ঢাকার গুলশানের একটি ফ্লাট থেকে গ্রেফতার করা হয়  লিপি খান  ভরসাকে। তাকে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, অমিত বনিক ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক। ২০১৮ সালে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যুক্তরাষ্ট্রে ব্যবসায়ী প্রতিনিধি হিসেবে সফরে গিয়েছিলেন অমিত বনিক। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়ে আদালতে মামলার তদবির, প্রশাসনের উর্ধ্ব কোন কর্মকর্তাদের সাথে দহরম মহরম সম্পর্ক গড়ে তুলে তদবির, হুন্ডি ব্যবসা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth