রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে হার্ট রোগীদের (ক্যাথ ল্যাব) মেশিন চালু হতে যাচ্ছে

উত্তর অঞ্চলের প্রগতিশীল চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের নতুন সংযোজন হার্ট সেন্টার এর জন্য বিশ্বখ্যাত আমেরিকান জি ই কম্পানী কর্তৃক প্রস্তুত ও সরবরাহকৃত (ক্যাথ ল্যাব) মেশিন আজ (২৫ মার্চ) মঙ্গলবার হাসপাতালে নিয়ে আসা হয় । মেশিনটি চালু হলে উত্তর অঞ্চলের সর্ববৃহ চিকিৎসা সেবা প্রতিষ্ঠান রংপুর গ্রুপের রংপুর কমিনিটি মেডিকেল কলেজ হাসপাতালে এই প্রথম চালু হতে যাচ্ছে। এতে করে হার্টের রোগীরা চিকিৎসা সেবা পাবেন। রংপুর গ্রুপের পরিচালক আলহাজ্ব মোঃ মোয়াজ্জেম হোসেন সরকার জানান,এ হার্ট সেন্টারটির শুভ উদ্বোধন করা হবে আগামী মে মাসে প্রথম সপ্তাহে। ইতিমধ্যে এই হার্ট সেন্টারের জন্য দক্ষ হন্টারন্যাসনাল কার্ডিলজিস্ট টেকনোশিয়ান ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এই অঞ্চলের হার্টের রোগীরা অনেকেই ঢাকায় অথবা দেশের বাইরে চিকিৎসা নেওয়া সম্ভব হয় না। তাদের সুবিধার্থেই আমরা এই মেশিনটি চালু করতে যাচ্ছি। রোগীদের সুবিধার্থে আমরা সেবাটি ২৪ ঘন্টা চালু থাকবে। যাতে করে হৃদরোগে অক্রান্ত রোগিদের তাৎক্ষণিক সেবা সম্ভব হয়।