বিরলে শুকরিয়া আদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নির্দোষ প্রমাণিত হওয়ায় শুকরিয়া আদায় ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে বিরল উপজেলার সর্বস্তরের জনগনের আয়োজনে উপজেলার আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল হামিদ হামিদা উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশীদ কালু।
এ সময় জেলা বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিরল পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল হোসেন সোনাহার, সহসভাপতি ইস্কান্দার হাসান, উপজেলা বিএনপি’র সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক মোশারফহোসেন জুয়েল, কৃষকদলের সহসভাপতি মিজানুর রহমানসহ বিরল ও বোচাগঞ্জ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তব্য শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা নির্দোষ প্রমাণিত হওয়ায় শুকরিয়া আদায় ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আব্দুর রহমান। শেষে উপস্থিত সকলে ইফতারে অংশগ্রহণ করেন।