১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

ফুলছড়ির উড়িয়ায় প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

ফুলছড়ি(গাইবান্ধা)প্রতিনিধি:
1 month ago
49


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়ায় গণ উন্নয়ন কেন্দ্রের প্রুপস প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে উড়িয়া ইউনিয়ন পরিষদ হলরুমে জলবায়ু পরিবর্তনজনিত অনগ্রসর জনগোষ্ঠীর জন্য খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত (প্রুপস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উড়িয়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে প্রকল্প অবহিতকরণ সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন, গণ উন্নয়ন কেন্দ্রের  প্রজেক্ট ম্যানেজার এ,কে,এম রোকনুদৌল্লা। অন্যদের মধ্যে বক্তব্য দেন, জিইউকের প্রোগ্রাম ম্যানেজার মুনির হোসেন, উপসহকারী প্রকৌশলী বেগম মাহমুদা রোজী, উড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক  রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাইদুল ইসলাম, ইউপি সদস্য হায়দার আলী, ইউপি সদস্য আব্দুল মান্নান, ইউপি সদস্য গোলজার রহমান, মুক্তিযোদ্ধা শাহা আলী প্রমুখ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, মসজিদের খতিব, সাংবাদিক, সুধীজন, সংশ্লিষ্ট ইউপি সদস্য গণ, সংরক্ষিত মহিলা সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

সভায় দূর্যোগের মোকাবেলায় প্রস্তুতি ও জলবায়ু পরিবর্তন সহনশীলতা, নদীর অববাহিকার বন্যাপ্রবণ এলাকার ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর জন্য সামাজিক সুরক্ষা এবং আগাম পদক্ষেপ, দূর্যোগপ্রবণ কমিউনিটি খাদ্য নিরাপত্তা, সুবিধাভোগী পরিবারের জীবনমান উন্নয়ন ও সচেতনতা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং উত্তরণের উপায় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth