১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রংপুরে শিবির নেতা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা তুহিন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
1 month ago
152


শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তাকে আজ (বৃহস্পতিবার) রংপুর মহানগরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলার আসামী। ৫ আগস্ট পরবর্তি তিনি গ্রেফতারের ভয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।

এর আগে চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর শিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে মামলা করেন নিহতের বাবা আফতাব উদ্দিন। মামলাটি মিঠাপুকুর থানায় দায়ের করেছেন তিনি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত যে প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে তোলা হবে তাকে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth