কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রয়

পবিত্র ঈদুল ফিতরে নিম্নআয়ের মানুষের কথা ভেবে স্বল্পমূল্যে গরুর মাংস বিক্রয় শুরু করেছে কুড়িগ্রামে স্টুডেন্ট'স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২৭মার্চ) কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাচঁপীর বাজারে তিন দিনব্যাপী ৫৯৫ টাকায় গরুর মাংস বিক্রয় কর্মসুচির আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট'স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাত হোসেন, স্টুডেন্ট'স ওয়েলফেয়ার যুব ফাউন্ডেশনের সভাপতি মো. রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক,মো. জিসান খান, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, উপদেষ্টা আতাউর রহমান প্রমুখ। স্বল্পমূল্যে গরুর গোস্ত কিনতে পেয়ে অনেক খুশি হয়েছে সাধারণ মানুষ।