কুড়িগ্রামে এসএসসি ব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে সিজন-৭ এর এসএসসি ব্যাচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিদ্যালয়ের মাঠে এ ফাইনাল খেলার আয়োজন করেন প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।
এসময় সিনিয়র সহকারী শিক্ষক ফেরদৌস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা।
গত ২৬ মার্চ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছিল। ২৩ টি ব্যাচের খেলা অনুষ্ঠিত হবার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। এতে এসএসসি ব্যাচ-২০১৬ বনাম এসএসসি ব্যাচ-২০২৩ অংশগ্রহণ করে।
এসময় ৯২ ব্যাচের শিক্ষার্থী আমানুল আবেদীন দিনার, হামিদুর রহমান লেলিন, ৯৩ ব্যাচের শিক্ষার্থী মামুনুর রশিদ, ৯৪ ব্যাচের শিক্ষার্থী মিথুন বকশী, ৯৯ ব্যাচের শিক্ষার্থী মুহিবুল হুদা রবিন, ১৬ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হক নুরনবীসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে এসএসসি ২৩ ব্যাচকে ৪৮ রানের ব্যবধানে হারিয়ে এসএসসি ব্যাচ ১৬ জয়লাভ করে।
ব্যাচ ১৬ এর আল জামি "প্লেয়ার অফ দ্যা ম্যাচ" অর্জন করেন। খেলা শেষে রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলকে পুরস্কার বিতরণ করা হয়।