তারাগঞ্জে জামায়াতের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
তারাগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি ও সংগঠনের কার্যক্রম গতিশীল করতে দলীয় নেতা-কমীদের নিয়ে ঈদ পূর্নর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) সকাল ১১টায় স্থানীয় তারাগঞ্জ ও/এ কামিল মাদ্রাসার হলরুমে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত হয়। উক্ত ঈদ পূর্নমিলনী অনুষ্ঠানে উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমীর অধ্যাপক শাহ মুহাম্মদ নুর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা মজলিসেশুরা ও কর্ম পরিষদের সদস্য আব্দুল মান্নান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইয়াকুব আলী।