১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রংপুরে প্রধান বিচারপতির বিভিন্ন আদালতের কার্যক্রম পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক:
3 weeks ago
121


বাংলাদেশ সুপ্রীম কোর্টের প্রধান বিচারপতি ড, সৈয়দ রেফাত আহাম্মেদ রোববার রংপুরের জজ আদালত সহ বিভিন্ন আদালত পরিদর্শন করেছেন। এ সময় তিনি বিচারকদের সাথে বিভিন্ন বিষয় মত বিনিময় করেন এবং প্রয়োজনীয় দিক নির্দ্দেশনা প্রদান করেন।

এর আগে প্রধান বিচারপতি রংপুর জেলা জজ আদালতে আসলে রংপুর সিনিয়র জেলা জজ সহ বিভিন্ন আদালতের বিচারক বৃন্দ তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

প্রধান বিচারপতি জেলা আদালতের কাছে একটি হাড়ি ভাঙ্গা আমের চারা রোপন করেন। এরপর তিনি জেলা জজ আদালতের বিভিন্ন বিচারকের এজলাস পরিদর্শন করেন। এরপর তিনি রংপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত সহ রংপুর মেট্রোপলিটান ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত পরিদর্শন করেন। সেখানে একটি গাছের চারা রোপন করেন।

 প্রধান বিচারপতি রংপুর মেট্রোপলিটান ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারকদের সাথে কথা বলেন এবং প্রয়োজনীয় দিক নির্দ্দেশনা প্রদান করেন। এ সময় রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোঃ নাজির, রংপুর মহানগর দায়রা জজ মশিয়ার রহমান খান, তারিখ হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং আর কিউ এম জুলকার নাইনম চীফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সহ নারী ও শিশু নির্যাতন আদালতের বিচারক বৃন্দ সকল জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সহ ল্যান্ড সার্ভে বিচারক বৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান বিচারপতি ১০ তলা জুডিশিয়াল ও মেট্রোপলিটান ম্যাজিস্ট্রে আদালত ভবনের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। এ ছাড়াও রংপুরের আদালত চত্বরে বিরাট পুকুর দেখে তা ভালো ভাবে সংরক্ষন করার নির্দ্দেশ প্রদান করেন। 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth