অপপ্রচারের বিরুদ্ধে এলাকাবাসী মানববন্ধন
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুরে এক ইউপি সদস্যের নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। রোববার (৬ এপ্রিল) দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক লোকজন অংশগ্রহণ করেন। রামেশ্বরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ সংলগ্ন মানববন্ধনে গ্রামবাসী অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি সদস্য আতিয়ার রহমানকে ফাঁসানোর জন্য একটি স্থানীয় চক্র উঠে পড়ে লেগেছে। তার সুনাম ক্ষুন্ন করার জন্য বিভিন্ন ভাতা ভোগীদের কাছ থেকে অর্থ লেনদেনের যে অভিযোগ করা হয়েছে, সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা আরো বলেন, পূর্ব শত্রুতা জের ধরে স্থানীয় ওই চক্রটি দীর্ঘদিন ধরে নানা ভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছিল। তারই অংশ হিসেবে এই ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালান তারা।
স্থানীয় জিল্লুর রহমান বলেন, মেম্বার নির্বাচিত হওয়ার পূর্বের ব্যক্তিগত কিছু লেনদেনকে কেন্দ্র করে তারা অপপ্রচার চালিয়েছে। একারণে আমরা গ্রামবাসী মেম্বার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানব বন্ধন করছি।
আরেক গ্রামবাসী আতোয়ার রহমান বলেন, আতিয়ার মেম্বার আমার স্ত্রীর মাতৃত্বকালিন ভাতা করে দিয়েছেন। কিন্তু একটি টাকাও নেননি। কখনও টাকার কথা বলেওনি। অথচ, তার বিরুদ্ধে টাকা লেনদেনের অপপ্রচার চালানো হয়েছে। গ্রামবাসি হালিমা খাতুন বলেন, যারা অপপ্রচার চালিয়েছে, তারা মিথ্যা বলেছে। মেম্বার সব সময় বিভিন্ন সরকারী সুযোগ-সুবিধা দেয়। এর বিনিময়ে কোন টাকা লেনদেন করেন না। চেংমারী ইউপি সদস্য আতিয়ার রহমান বলেন, আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়েছে তা মিথ্যা, ভিত্তিহীন। জনগন আমার অজান্তেই আমার পক্ষে মানব বন্ধন করেছে। আমি যদি খারাপ হতাম, জনগন আমার পাশে থাকত না। জনগন আমার পাশে আছে, আমিও জনগনের পাশে আছি।