গঙ্গাচড়া ওলামা আইম্মা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

গঙ্গাচড়া (রংপুর)প্রতিনিধি:
গঙ্গাচড়া ওলামা আইম্মা পরিষদের আয়োজনে সোমবার বেলা আড়াইটার দিকে গঙ্গাচড়া বাজার জিরো পয়েন্ট থেকে ফিলিস্তিনের পক্ষে ইজরায়েলের বিরুদ্ধে সর্বাত্মক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গংগাচড়া উপজেলা সেক্রেটারী মোঃ ইউনুছ আলী, গঙ্গাচড়া ওলামা আইম্মা পরিষদ সভাপতি মুফতী আমানুল্লাহ, উপদেষ্টা মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারী হাফেজ সাজ্জাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদ গঙ্গাচড়া উপজেলা ওলামা কল্যাণ সম্পাদক মাওলানা আনোয়ারুল ইসলাম মুকুল।
বক্তারা ইসরাইলি সকল পণ্য বয়কট ও বিশ্ব মুসলিমকে ঐক্য করে ফিলিস্তিনকে স্বাধীন করার আহ্বান জানান। মিছিল শেষে মাওলানা তাজুল ইসলামের দোয়ার মাধ্যমে সমাবেশ শেষ হয়।