ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরোচিত গণহত্যা এবং মুসলিম বিরোধী আগ্রাসনের প্রতিবাদে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে ভূরুঙ্গামারীর সর্বোস্তরের জনগনের ব্যানারে এ বিক্ষোভ কর্মসূচীর আয়োজন করে।
উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামতলা মোড়ে সমাবেশে মিলিত হয়ে।
সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ বিরতি ভেঙে গাজার নিরস্ত্র মানুষের ওপর প্রতিনিয়ত বর্বরোচিত হামলা করছে। এতে ফিলিস্তিনের শিশুসহ হাজার- হাজার নারী-পুরুষ নিহত হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন , মুফতি এসএম মনিরুজ্জামান, মুফতি মাহমুদুল হাসান কাশেমী , আজিজুর রহমান সরকার স্বপন, মাওলানা এরফান আলী মির্জা, মাহফুজুল ইসলাম কিরণ, ইয়াকুব রহমান শ্রাবণ,রাশেদ ব্যাপারী,মুস্তাকিন মুবিন, রোকনুজ্জামান রোকন,আশফাকুর রহমান জাওহারী ও মুফতি আবু সাইদ সাইফি প্রমুখ । পরে মাওলানা ওমর ফারুক ফারুকীর দোয়া মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিক্ষোভ সমাবেশ বক্তারা গাজায় ইসরাইলের গণহত্যা এবং মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণ ও দেশ ব্যাপী ইসরায়েলি পণ্য বর্জনের আহ্বান জানান। এক পর্যায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুসপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করা হয়। উক্ত মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করে।