১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের উপর হামলার ঘটনায় আটক-২

2 weeks ago
154


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ফটো সাংবাদিকের উপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার দিবাগত রাত ২ টায় উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ পীরের হাট গ্রামের নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন- পীরের হাট এলাকার দুলাল মিয়ার স্ত্রী দুলালী বেগম (৪৪) ও তার মেয়ে রিমু খাতুন (২৭)। তারা ওই মামলার এজহারনামীয় আসামি।

জানা যায়, গত ১৫ মার্চ বিকেলে ফটো সাংবাদিক আসাদুজ্জামান গঙ্গাচড়া বাজার থেকে খবরের সন্ধানে দক্ষিণ কোলকোন্দ মাষ্টার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পীরেরহাট এলাকায় রাস্তায় স্থানীয় জাহেদ ও জাকিউল হক ময়নার সাথে দুলালী বেগমের বাকবিতন্ডা চলছে। তা দেখে আসাদুজ্জামান দাড়িয়ে যায়। তাদের মধ্যে তর্ক-বিতর্কের এক পর্যায়ে হাতাহাতির উপক্রম হলে আসাদুজ্জামান জাকিউল হককে সড়িয়ে নিতে গেলে দুলাল মিয়া তার স্ত্রী ও মেয়ে আসাদুজ্জামানের উপর চড়াও হয়ে এলোপাতাড়ি কিল ঘুষি ও মার ডাং করে। এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও ক্যামেরা ভাঙচুর করে সাথে থাকা নগদ অর্থ পকেট থেকে বের করে নেয়। এ ঘটনায় ১৫ মার্চ গঙ্গাচড়া থানায় অভিযোগ দেন আসাদুজ্জামান। পরে গত ২৯ মার্চ তিনজনের নামে মামলা দায়ের করেন তিনি।

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান বলেন, সোমবার রাতে দুজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth