১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রাজারহাটে আগুনে পুড়ে  ২টি গালামালের দোকান ভস্মিভূত

2 weeks ago
47


রাজারহাট(কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রাজারহাটে আগুনে পুড়ে  ২টি গালামালের দোকানের ৪লাখ টাকার মালামাল ভস্মিভূত হয়েছে।  

ক্ষতিগ্রস্থ দোকান দু'টির মালিক জানান, উপজেলার চাকিরপশার ইউনিয়নের নীলের কুটি গ্রামের নীলের কুটি স্কুলের সামনে নুরনবী ও শেফালী বেগমের পৃথক ২টি গালামালের দোকান । ঘটনার দিন গত সোমবার গভীর রাতে দুটি দোকানে আগুন লাগে। এলাকাবাসীর চিৎকারে মানুষজন ছুটে এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে রাজারহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিভাতে সক্ষম হন। আগুনে  পুড়ে ২টি দোকানের ফ্রিজ, টিভি, ভোজ্যপণ্য ছাই হয়ে যায়। এলাকবাসীরা ধারনা করছে বৈদ্যুতিক সর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth