পীরগঞ্জে ডলার ও অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে আটক ৩

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জে ডলার ও দেশীয় অস্ত্র সহ প্রতারক চক্রের ৩ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। গতকাল বুধবার দিবাগত রাতে রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতদের নামে মামলা রুজু করে কোর্টে প্রেরন করা হয়েছে ।পুলিশ জনায়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টার সময় যৌথ বাহিনী মহসড়কে টহলরত অবস্থায় ছিল । এ সময়ে পীরগঞ্জ বাসস্ট্যান্ডের ওভার ব্রীজ সংলগ্ন স্থানে যৌথ বাহিনী সন্দেহজনক ভাবে একটি ইজি বাইক তল্লাশি করে। এ বাইকটির যাত্রীদের ব্যাগ তল্লাশীকালে ব্যাগ ভর্তি ডলারের বেশকিছু বান্ডিল ও দেশীয় ধারালো অস্ত্র দা,
ছুরি দেখতে পেয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো-গাইবান্দা জেলার সাদুল্লাপুর উপজেলার তুলসিঘাটের মৃত আবুল কাশেমের ছেলে ইনছার আলীর
(৫০), কৃষ্ণপুরের মৃত মনছুর আলীর ছেলে লিচু মিয়া (৪০) ও বুজরুক পাটানোচা’র মমিনুরের স্ত্রী শিল্পী বেগম (৩০)। পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ এমএ ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এরা প্রতারক চক্রের সদস্য। প্রায় ৩০টি বান্ডিলের উপরে ও নীচে আসল ৬৭টি ডলার থাকলেও ভিতরে টাকার সাইজে সাদা কাগজে বান্ডিল তৈরী করা ছিল বলে তিনি জানান।