১২ বৈশাখ, ১৪৩২ - ২৫ এপ্রিল, ২০২৫ - 25 April, 2025

পলাশবাড়ীতে এসএসসি ও দাখিলসহ সমমানের পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

2 weeks ago
53


বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা) :

সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতেও বৃহস্পতিবার(১০ এপ্রিল)এসএসসি,দাখিল ও এসএসসি ভোকেশনাল প্রথম দিনের পরীক্ষা কঠোর নিশ্ছিদ্র নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এবছর উপজেলায় পৃথক ৬টি পরীক্ষাকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪ 'হাজার ৪’শ ৬৬ জন।প্রথম দিনের এসএসসি’র বাংলা প্রথমপত্র এবং দাখিল-এর কোরআন মাজীদ ও তাজদিদ সহ ভোকেশনাল পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ৩ হাজার ৮’শ ৭৯ জন।তন্মধ্যে উপস্থিত পরীক্ষা- র্থীর সংখ্যা ছিল ৩ হাজার ৭’শ ৭২ জন।অনুপ- স্থিত ছিল ৫৭ জন পরীক্ষার্থী। কেন্দ্র গুলো হচ্ছে ; পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়,পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়,বাসুদেবপুর সি.কে স্কুল এন্ড কলেজ,ফকিরহাট উচ্চ বিদ্যালয়, তালুকজামিরা উচ্চ বিদ্যালয় ও পলাশবাড়ী সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা। প্রথমদিনের পরীক্ষা চলাকালে পলাশবাড়ী এস এম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মো.আল-ইয়াসা রহমান তাপাদার।এসময় কেন্দ্র সচিব ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভার.)মো.আব্দুল বারী সরকার,সার্বক্ষণিক তদারকি কর্মকর্তা উপজেলা পরিসংখ্যান অফি- সার মো.ফারুক হোসাইন ও জনস্বাস্থ্য উপ- সহকারি প্রকৌশলী আতিকুর রহমানসহ সংশ্লি- ষ্টরা উপস্থিত ছিলেন।   অপরদিকে ; প্রথম দিনের পরীক্ষা চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাপস চক্রবর্তী তুষার পলাশবাড়ী সিনিয়র ফাজিল(ডিগ্রী) মাদ্রাসা কেন্দ্র এবং ভোকেশনার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় ফাজিল মাদ্রাসা কেন্দ্র সচিব অধ্যক্ষ জাহিদুল ইসলাম,তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.আসাদুজ্জামান মন্ডল ও উপজেলা পল্লী দারিদ্র বিমোচন অফি- সার মো.ফেরদৌস তাপসসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এছাড়াও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসানসহ অন্যান্যরা পৃথক পৃথক বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।  এদিকে ; পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের

কেন্দ্র সচিব মুহা.মাহবুবুল আলম,তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হান্নান মন্ডল,ফেরদৌসি বেগম,বাসুদেবপুর সি.কে স্কুল

এন্ড কলেজ কেন্দ্র সচিব উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, তদারকি কর্মকর্তা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রবিউল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন

কর্মকর্তা আ.ম.শহীদ উল্লাহ ভূঞা,ফকিরহাট উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শফিকুল ইসলাম,তদারকি কর্মকর্তা উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই মন্ডল,বিএডিসি’র উপ-সহকারি প্রকৌশলী আল জোবায়ের আসিফ ও তালুকজামিরা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব শাখাওয়াত হোসেন,তদারকি কর্মকর্তা উপজেলা ডেভলপমেন্ট ফ্যাসি-লিটেটর আব্দুল মুত্তালিব এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো.মাহমুদুল হাছানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এরিপোর্ট লেখা পর্যন্ত পরীক্ষা চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এবং বহিস্কারের খবর পাওয়া যায়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth