১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

ফুলবাড়ীতে  চাকু ঠেকিয়ে বিকাশ ব্যবসায়ীর  আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই

2 weeks ago
70


আঞ্চলিক প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চাকু ঠেকিয়ে এক বিকাশ ব্যবসায়ীর আড়াই লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুস্কৃতিকারীরা। শনিবার রাতে ফুলবাড়ী- বালারহাট সড়কের বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে। এ নিয়ে থানায় অভিযোগ করেছে ওই ভুক্তভোগী বিকাশ ব্যবসায়ী।

ছিনতাইয়ের শিকার বিকাশ ব্যবসায়ীর নাম তাজুল ইসলাম (৩২)। তিনি নাওডাঙ্গা ইউনিয়নের পুর্ব ফুলমতি গ্রামের আফজাল হোসেনের ছেলে । তিনি বালারহাট বাজারের তিন্নি স্টোর নামের একটি বিকাশের দোকানের মালিক।

অভিযোগে জানা গেছে, রাত সাড়ে দশটার দিকে ওই বিকাশ ব্যবসায়ী দোকান বন্ধ করে ক্যাশের  প্রায় আড়াই লাখ টাকা একটি ব্যাগ নিয়ে নিজ বাড়ীতে ফিরছিলেন। তিনি বালারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশে পৌছিলে অন্ধকারের মধ্য থেকে তিনজন অপরিচিত দুস্কৃতিকার বেরিয়ে এসে তার গলায় ও বুকে চাকু ঠেকিয়ে টাকার ব্যাগ টানা হেঁচড়া শুরু করে। এ সময় তাজুল ইসলাম চিৎকার দেয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা তার মুখে মাটি-বালু ঢুকিয়ে দিয়ে দ্রুত টাকার ব্যাগ ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ধস্তাধস্তিতে গলায় ও হাতে ছুরির আঘাত লেগে আহত হন তাজুল ইসলাম। পরে তার চিৎকারে আশপাশের লোকজন,পথচারীরা এগিয়ে এসে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।  এরই মধ্যে  দুস্কৃতিকারীরা পালিয়ে যায়।

ভুক্তভোগী তাজুল ইসলাম জানান, আকষ্মিক ভাবে অপরিচিত তিনজন লোক দেশী চাকু  নিয়ে আমার উপর আক্রমণ করে টাকার ব্যাগ টানা হেঁচড়া করে। আমি টাকার ব্যাগ ছেড়ে না দিয়ে চিৎকার দেই।  চিৎকার করার পর  আমার মুখে মাটি- বালু ঢুকিয়ে দিয়ে মুখ চেপে ধরে। তখন বাধ্য হয়ে টাকার ব্যাগ ছেড়ে দেই। ব্যাগে আড়াই লাখ টাকা ছিল। পরে রাতেই ফুলবাড়ী থানায় গিয়ে  ছিনতাইয়ের ঘটনা অবগত করি।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, ছিনতাইয়ের ঘটনাটি রাতেই শুনেছি। সেখানে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। বিস্তারিত শুনে আইনাগত ব্যবস্থা  নেওয়া হবে।

 

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth