গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র সাব্বির হোসেনে অপহরন ও হত্যা মামলার প্রধান আসামি ইউনুছসহ ৪ জন প্রফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্কুল ছাত্র আপহরণ ও হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ইউনুছ আলীসহ ৪ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। নিহত সাব্বির উপজেলার দরবস্ত ইউনিয়নের রামনাথপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং বিশুবাড়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী ছাত্র।
গত শনিবার সাব্বিরের বনের সাথে বিবাহ বিচ্ছেদের জের ধরে তাকে অপহরন করে অভিযুক্ত ইউনুছ। এ ঘটনায় সাব্বিরের বাবা বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করে। এরপর র্যাব অভিযান চালিয়ে ঢাকা থেকে ইউনুছকে গ্রেফতার করে। সেই সাথে জেলার বিভিন্ন স্থান থেকে পুলিশ রামনাথপুর গ্রামের রবিউল ইসলাম ও বিশুবাড়ী গ্রামের আব্দুল আলীমসহ আরো ৩ আসামি গ্রেফতার করে।
এদিকে মঙ্গলবার দুপুরে সাপমাড়া ইউনিয়নের সাহেবগঞ্জ ইক্ষু খামারের পরিত্যাক্ত কুপ থেকে সাব্বিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।