১৫ বৈশাখ, ১৪৩২ - ২৯ এপ্রিল, ২০২৫ - 29 April, 2025

রাবিতে ১৫ বছরের দুর্নীতি-অনিয়মের খোঁজে বিশেষ কমিটি, টার্গেটে নিয়োগ ও উন্নয়ন প্রকল্প

1 week ago
64


রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ১৫ বছর ধরে চলে আসা অবকাঠামো নির্মাণ, রক্ষণাবেক্ষণ, উন্নয়ন প্রকল্প, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ ও পদোন্নতিতে দুর্নীতি ও অনিয়মের তদন্তে গঠিত হলো একটি সত্যানুসন্ধান কমিটি।

বিশ্ববিদ্যালয়ের ৫৩৮তম সিন্ডিকেট সভায় এই কমিটি গঠন করা হয়। বুধবার (১৬ এপ্রিল) রাবির জনসংযোগ প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৯ সাল থেকে শুরু করে বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত অভ্যুত্থানকালীন নির্যাতন ও হয়রানির ঘটনাগুলোর তথ্য-প্রমাণ সংগ্রহ করাও এই কমিটির দায়িত্বের মধ্যে পড়বে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীনকে সভাপতি করে এই সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth