২৪ কার্তিক, ১৪৩২ - ০৮ নভেম্বর, ২০২৫ - 08 November, 2025

মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে নাগেশ্বরীতে মানববন্ধন

6 months ago
129


নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দৈনিক আমার দেশ-এর মজলুম সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমানসহ পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার তীব্র প্রতিবাদ এবং ২৪ এর গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের ওপর চালানো হত্যাযজ্ঞের ইন্ধনদাতা মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও একাত্তর টিভির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামালকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবিতে কুড়িগ্রামের নাগেশ্বরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আমার দেশ পাঠক মেলার আয়োজনে রোববার বেলা ১১টায় প্রেসক্লাব নাগেশ্বরী’র সামনে এই মানববন্ধনে উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শেণিপেশার মানুষ অংশ নেন।  

এ সময় স্বৈরশাসক আওয়ামীলীগ সরকারের ফ্যাসিজমের পক্ষে  প্রচারণা চালানোর অভিযোগ এনে একাত্তর টিভির নিবন্ধন বাতিল ও শেখ পরিবারের হরিলুটের মাধ্যম মেঘনা গ্রুপের সম্পত্তি  রাষ্ট্রায়ত্তের দাবি জানান বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব নাগেশ্বরী’র সভাপতি রফিকুল ইসলাম, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, দৈনিক বাংলা দর্পণের জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম খাঁন জাহিদ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক একেএম আশরাফ হোসেন আপেল, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি  হাফিজুর রহমান হৃদয়, সময়ের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জু, কালবেলার উপজেলা প্রতিনিধি আব্দুল মোমেন, মাইটিভির প্রতিনিধি লতিফুর রহমান লিংকন, জনকণ্ঠ প্রতিনিধি মিজানুর রহমান, দিনকালের প্রতিনিধি শফিকুল ইসলাম শফি, বানিজ্য প্রতিদিনের প্রতিনিধি আতিকুর রহমান আতিক প্রমুখ।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth