১০ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

উলিপুরে ‌বিশ মামলার আসামী চি‌হিৃত মাদক কারবা‌রি‌ নয়ন গ্রেপ্তার

1 month ago
67


উলিপুর (‌কুড়িগ্রাম) প্রতি‌নি‌ধিঃ

কু‌ড়িগ্রা‌মের উলিপুরে ‌নয়ন মিয়া (৩৬) না‌মে চি‌হিৃত এক মাদক কারবা‌রি‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পুলিশ। শ‌নিবার (১০ মে) দিবাগত রাত ২টার দি‌কে উপ‌জেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি থে‌কে তা‌কে গ্রেপ্তার করা হয়।মাদক কারবা‌রি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছে‌লে।

পু‌লিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে মাদক বিরোধী অভিযান প‌রিচালনা করার সময়ে উপ‌জেলার দক্ষিণ উমানন্দ গ্রা‌মে নিজ বা‌ড়ি‌তে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবা‌রি নয়ন‌কে গ্রেপ্তার ক‌রে পু‌লিশ। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা, দেড় গ্রাম হেরোইন, মাদক বি‌ক্রির ৩ হাজার ৩০০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরু‌দ্ধে মাদ‌কের একাধিক মামলা র‌য়ে‌ছে ব‌লে জানায় পু‌লিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ (ও‌সি) জিল্লুর রহমান ব‌লেন, মাদক কারবা‌রি‌ক নয়নের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। আজ রবিবার (১১ মে) সকালে আরো একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth