কাউনিয়ায় সাড়ে ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুর-কুড়িগ্রাম মহা সড়ক চার লেনে উন্নীতকরণ, অবৈধ যান চলাচল বন্ধ ও নিরাপদ সড়কসহ ৭ দফা দাবিতে চলা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে শিক্ষার্থীরা ও স্থানীয় সাধারণ মানুষরা।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হকের আশ্বাসের প্রেক্ষিতে বুধবার (১৪ মে) দেড়টার দিকে সড়ক ছেড়ে দেন আন্দোলনকারীরা। ফলে যান চলাচল স্বাভাবিক হয়ে ওঠে।
এ সময় কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল দশটা থেকে রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ বাসস্ট্যান্ডে রংপুর-কুড়িগ্রাম সড়কে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক উপস্থিত হয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
অবরোধ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেন।
এর আগে সেখানে মানববন্ধন করেন তারা।
কাউনিয়া উপজেলা সচেতন নাগরিক ফোরামের (সনাফ) আহ্বায়ক মমিন মিল্লাত জানান, আগামী ডিসেম্বরের মধ্যে রংপুর- কুড়িগ্রাম সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ শুরুর আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া অবৈধ যান চলাচল বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন ইউএনও। এ কারণে আমরা আপাতত আন্দোলন স্থগিত করেছি।
উল্লেখ্য, মঙ্গলবার (১৩ মে) সকাল নয়টার দিকে স্ত্রী রুবিনা, দুই বছর বয়সের সন্তান রহমত ও এসএসসি পরীক্ষার্থী ভাতিজি আফসানা আক্তার স্নেহাকে নিয়ে মোটরসাইকেলে উপজেলা সদরে পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন মীরবাগ বাজারের লন্ড্রি ব্যবসায়ী আশরাফুল। জুম্মারপাড় কৃষি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি পড়ে গেলে তিন আরোহী রাস্তার উপরে ছিটকে পড়েন। এসময় বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস রাস্তার ওপরে পড়ে থাকা মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তারা মারা যান। রাস্তার পাশে পড়ে যাওয়ায় আহত হন মোটরসাইকেল চালক আশরাফুল। পরে স্থানীয় লোকজন এসে আশরাফুলকে আহত অবস্থায় এবং বাকি তিনজনের মরদেহ মরদেহ উদ্ধার করেন।