৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

সাঘাটায় বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জন নিহত

1 month ago
33


গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামে বৃহস্পতিবার বাড়ির টিনের ঘরের চালে পড়ে থাকা পাতা পরিস্কার করতে গিয়ে বিদুৎপৃষ্টে চাচা-ভাতিজাসহ ৩ জন মারা গেছে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ মো. বাদশা আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরপাড়া গ্রামের একরাম আলীর ছেলে মোশারফ হোসেন (২২) মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২০) ও সাহেব আলীর ছেলে ইয়াকুব আলী (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিলন মিয়া তার বসতবাড়ীর ঘরের টিনের চালা পরিস্কার করার জন্য চালে উঠে। সেখানে বিদুতের সংযোগ লিকেজ হয়ে স¤পুর্ন চাল বিদ্যুতায়িত হয়ে সে আটকা পড়ে। পরে তাকে উদ্ধার করতে গিয়ে তার চাচা মোশাররফ হোসেন এগিয়ে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। পরে প্রতিবেশী যুবক মকবুল হোসেন এগিয়ে আসলে তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে মিলনের পরিবার বিষয়টি টের পেয়ে বৈদ্যুতিক মেইন সুইচ বন্ধ করে দ্রুত তাদের উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এব্যাপারে সাঘাটার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বাদশা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত মোশরাফের বাবা একরাম আলী বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করছেন।

 

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth