৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

কাকিনা মহিপুর সড়কে বাস,ট্রাক চলাচলের দাবিতে সংবাদ সম্মেলন

4 weeks ago
51


লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাট কালীগঞ্জ উপজেলার কাকিনা-মহিপুর রংপুর মহাসড়ক করারদাবিতে সংবাদ সম্মেলন করেছে লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি।

সংবাদ সম্মেলনে এলজিইডি এ সড়কটি সড়ক ও জনপদের আওতায় নিয়ে বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী করেন।  মঙ্গলবার দুপুরে  কালীগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

লালমনিরহাট জেলা যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক হুমায়ুন কবির বাবু একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

তিনি বলেন, তিস্তা নদীতে সেতু নির্মাণের পর ২০১৮ সালের এপ্রিলে চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এর পর ২০২৩ সালের ২৮ মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে।

বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫০কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়। কাকিনা-মহিপুর রংপুর সড়ক সরু সড়ক হওয়ায় বাস ও ট্রাক চলাচল করে না। এতে প্রায় ৫০ কিলোমিটার ঘুড়ে যাত্রী বাহী বাস পণ্যবাহী ট্রাক রংপুর প্রবেশ করতে হয় এতে অর্থ  ও সময়ের ব্যাপক অপচয় হয়। তিনি আরো বলেন কাকিনা থেকে রংপুর  এই রাস্তাটি প্রথমে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতায় নিয়ে যথাযথভাবে সংস্কার ও প্রশস্ত করার পর বাস ট্রাকসহ সকল যানবাহন চলাচলের দাবী জানানো হয়।

এ ব্যাপারে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন,কাকিনা-মহিপুর রাস্তাটি স্থানীয় সরকার আওতাধীন তাই এ রাস্তা দিয়ে বাসসহ ভারী  যানবাহন  অনুমতি নেই ‘সংবাদ সম্মেলনের কথাটি কথা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth