৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ধান আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

3 weeks ago
45


মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাড়ির পাশ থেকে নিজের জমির ধান আনতে গিয়ে বজ্রপাতে আলতাফুর রহমান(৫৫) নামের এক কৃষক নিহত হয়েছে।

বুধবার (২১ মে)  দুপুরে উপজেলার লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া  প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকায় বজ্রপাতের শিকার হয়ে তিনি নিহত হন। নিহত  আলতাফুর রহমান ওই এলাকার মৃত ভবন আলী এর ছেলে।

স্থানীয়রা জানান, বাড়ির পিছনে নিজের জমিতে কেটে রাখা ধান আনতে গিয়ে হটাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আলতাফুর। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লেহেম্বা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজের জমিতে ধান আনতে গিয়েই বজ্রপাতে তিনি মারা যায়।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth