৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

গঙ্গাচড়ায় শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত

3 weeks ago
113


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রাম  এর উদ্যোগে  শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা প্রণয়ন ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত্ব হয়।

বুধবার (২১ মে) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। তিনি বক্তব্যে শিশু কল্যাণের বিভিন্ন বিষয়ে বর্তমান চিত্র তুলে ধরেন। বিশেষভাবে  শিশু শ্রম, বাল্যবিবাহ, অপুষ্টি, ক্ষুধামুক্ত এবং পরিবেশ দূষণ রোধসহ শিশু শিক্ষা, শিশু ও নারীদের উন্নয়নকল্পে পরিকল্পণা প্রনয়নে বিশেষভাবে মতামত প্রদান করেন। তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, গঙ্গাচড়া এরিয়া প্রোগ্রামের বিভিন্ন কর্মসুচী বাস্তবায়নে সার্বিক সহযোগীতার কথা ব্যক্ত করেন এবং সভায় উপস্থিত সবাইকে যার যার অবস্থান হতে শিশু কল্যাণের জন্য ভূমিকা রাখার জন্য অনুরোধ জানান।

সভায় শিশুর বর্তমান চিত্র, শিশু কল্যাণের অগ্রাধিকার ভিত্তিতে বিভিন্ন সমস্যা নির্ধারণ, সমস্যাগুলোর কারণ নির্ণয়সহ পরিকল্পণা প্রণয়ণে নানাবিধ সুপারিশমালা পেশ করা হয়।

পরিকল্পণা প্রনয়ণ ও পর্যালোচনা সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ গঙ্গাচড়া  এপির এরিয়া ম্যানেজার লিওবার্ট চিসিম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজামান চয়ন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মাহফুজার রহমান  , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী আখতার , ওয়ার্ল্ড ভিশনের লাভলীহুড কর্মসুচীর ফিল্ড টেকনিক্যাল স্পেশিয়ালিষ্ট  তাহমিদুর রহমান, স্বাস্থ্য ও পুষ্টিবিষয়ক স্পেশিয়ালিষ্ট পল্লব রায়, টেকনিক্যাল প্রোগ্রাম কোয়ালিটি স্পেশিয়ালিষ্ট কামরুল হাসান, এপির প্রোগ্রাম অফিসার খ্রিষ্টিনা ক্রশ, ফারুক হোসাইন, গ্লোরিয়া রোজারিও, ইশী বাড়ই, ধনেশ্বর রায়, এপোলো দাস, মনিকা রায় ও জনী নকরেক সহ সাংবাদিক, স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবর্গ, শিশু ও যুব প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, বিভিন্নি এনজিও’র প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যাক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth