কচাকাটায় ২৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রাজ্জাক গ্রেফতার

কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের কচাকাটা থানা পুলিশ মঙ্গলবার মাদক বিরোধী অভিযানে ২৪ পিস ইয়াবাসহ সোনাহাট স্থল বন্দরের কুখ্যাত মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক(৪২) কে সর্দারটারী এলাকা থেকে গ্রেফতার করেছে। আব্দুর রাজ্জাক বঙ্গসোনাহাট ইউনিয়নের বানুরকুটি শঠিবাড়ী এলাকার আলিমুদ্দিনের পুত্র। আব্দুর রাজ্জাক দীর্ঘদিন থেকে সোনাহাট স্থলবন্দরে জিরো পয়েন্টে চায়ের ব্যবসার আড়ালে স্থলবন্দরে আসা মাদক সেবিদের নিকট ইয়াবা বিক্রি করে আসছে বলে এলাকাবাসীর অভিযোগ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কচাকাটা থানার ওসি নাজমুল আলম বলেন, গ্রেফতারকৃত আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে এবং বুধবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার মাহফুজার রহমানের দিক নির্দেশনায় নিয়মিত মাদক বিরোধী অভিযান চলছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।