৯ আষাঢ়, ১৪৩২ - ২৪ জুন, ২০২৫ - 24 June, 2025

গঙ্গাচড়ায় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় বৃদ্ধা নিহত

1 month ago
145


গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায়  রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত অটো রিকশার ধাক্কায় মনিজা খাতুন (৭২) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার আনুমানিক সাড়ে বারোটার দিকে  উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ  ভাই ভাই মোড় এলাকায় গঙ্গাচড়া-বড়াইবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মনিজা খাতুন গঙ্গাচড়া উপজেলার  বড়বিল ইউনিয়নের মনিরাম চৌধুরী পাড়ার মৃত আবু তালেবের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানান, বৃহস্পতিবার সকালে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য মনিজা খাতুন মন্থনা বাজার থেকে অটো রিকশায় এসে ভাই ভাই মোড়ে নেমে রাস্তা পার হচ্ছিলেন।

এ সময় গঙ্গাচড়া বাজারের দিক থেকে আসা একটি অটো রিকশা মনিজা খাতুনকে ধাক্কা দেয়। অটো রিকশার ধাক্কায় বৃদ্ধা পাকা সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার পরপরই অটোরিকশা রেখে চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান বলেন,দূর্ঘটনার সংবাদ শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আইনগত ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth