৩ আষাঢ়, ১৪৩২ - ১৭ জুন, ২০২৫ - 17 June, 2025

ভূরুঙ্গামারীতে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

3 weeks ago
168


ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা।

সেমবার সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অ: দা: গোলাম ফেরদৌস। এর আগে ভূমি অফিস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় ভূমি অফিসে এসে শেষ হয়।

আয়োজকরা জানান, মেলার মূল উদ্দেশ্য হলো ভূমি-সম্পর্কিত সেবা সাধারণ মানুষের দোর গোড়ায় পৌঁছে দেওয়া। মেলায় এসে নাগরিকরা সহজেই খতিয়ান উত্তোলন, নামজারি, জমা খারিজ, অনলাইনে ভূমি কর পরিশোধসহ নানা সেবা গ্রহণ করতে পারছেন। এতে ভোগান্তি কমবে এবং ভূমি প্রশাসনের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে আশা প্রকাশ করেন তাঁরা

এ সময় সাবেক বিএনপি নেতা ফরিদুল হক শাহিন শিকদার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা, আব্দুল আহাদ, ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি এফ কে আশিক, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মিজানুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণ ও সেবা গৃহিতরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

জনপ্রিয়

// Set maxWidth